বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বলিউড অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের প্রেম নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। শোনা যাচ্ছে, চলতি বছরের শুরুতে গোপনে বাগদান সেরেছেন রণবীর- দীপিকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, রণবীর এবং দীপিকার পরিবার একত্রিত হয়ে পাঞ্জাবী রোখা অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাগদান করান।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, এ জুটির দুজনেরই বাবা-মা চাইছিলেন তাদের বিয়ে হোক কিন্তু ওই মুহূর্তে বিয়ে করতে অস্বীকৃতি জানান দীপিকা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এ জন্য তার সময় প্রয়োজন। রণবীরকে বিয়ের জন্য দুই বছর চেয়ে নেন দীপিকা। তবে তাদের সম্পর্ককে দৃঢ় করতে আংটি বদল করে বাগদান করেন তারা।
এদিকে ৬ জুলাই ৩১ বছর পূর্ণ করলেন রণবীর সিং। শোনা যাচ্ছে, জন্মদিনে গোপনে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন এ জুটি।