বিডিমেট্রোনিউজ ডেস্ক॥ যারা দেশ দেশে সন্ত্রাস চালাচ্ছে, ধর্মের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। ঈদের দিনে এই ভাবেই সন্ত্রাসের তীব্র নিন্দা করলেন অভিনেতা আমির খান।
বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে নিজের পরিবারের সঙ্গে ঈদ পালন করেন আমির। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন। ঈদের শুভেচ্ছা জানান সকলকে। সাংবাদিকেরা বাংলাদেশে পর পর ঘটে যাওয়া হামলা নিয়ে তাঁর মতামত জানতে চান।
তখনই আমির বলেন, ‘‘যারা খুন করে, আতঙ্ক ছড়ায়, তারা হিন্দু, শিখ, ইসলাম না খ্রিস্টান কোন ধর্মের মানুষ তাতে কিছু এসে যায় না। ধর্মের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই। তারা নিজেদের কতটা ধর্মপ্রাণ বলে দাবি করল তাতেও কিছু যায় আসে না। কারণ তারা যে ধর্মের কথাই বলুক না কেন, সব ধর্মই আমাদের প্রেম আর শান্তির কথা শেখায়।’’
১ জুলাই ঢাকার গুলশনের এক নামজাদা রেস্তোরাঁয়, আর আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জে ইদের নামাজ চলাকালীন হামলার ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে শুধু বাংলাদেশে দুই সন্ত্রাসের ঘটনায় প্রাণ খোয়াতে হল অন্তত ২৪ জনকে।
আরও প্রায় আড়াইশো মানুষকে এই সাত দিনে সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ দিতে হয়েছে ইরাকে, আফগানিস্তানে, সৌদি আরবে, তুরস্কে। এই সব ঘটনার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে নানা দিক থেকে। মুখ খুলেছে বলিউডও। ঢাকা হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইরফান খান। এ বার মুখ খুললেন আমির।