বিডিমেট্রোনিউজ ডেস্ক॥ জারিন খান। শ্রীসন্থের বিপরীতে অভিনয় করছেন বলিউডের এই ‘হট’ অভিনেত্রী। শোনা যাচ্ছে একটি বলিউডে ছবিতে আত্মপ্রকাশ ঘটবে শ্রীসন্থের। তাঁর বিপরীতে থাকবেন জারিন।
২০০৬-এ ইমরান হাসমি অভিনীত ছবি আকসারের সিক্যুয়েল-এ তৈরি হবে এই নতুন ছবি। সবকিছু রেডি। এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা।
দেখা যাক, জারিনের ব্যাটিংয়ের সামনে শ্রীসন্থ কেমন বোলিং করেন!