শ্রীসন্থের বিপরীতে ‘হট’ অভিনেত্রী জারিন খান!

বিডিমেট্রোনিউজ ডেস্ক জারিন খান। শ্রীসন্থের বিপরীতে অভিনয় করছেন বলিউডের এই ‘হট’ অভিনেত্রী। শোনা যাচ্ছে একটি বলিউডে ছবিতে আত্মপ্রকাশ ঘটবে শ্রীসন্থের। তাঁর বিপরীতে থাকবেন জারিন।

 

২০০৬-এ ইমরান হাসমি অভিনীত ছবি আকসারের সিক্যুয়েল-এ তৈরি হবে এই নতুন ছবি। সবকিছু রেডি। এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা।

 

দেখা যাক, জারিনের ব্যাটিংয়ের সামনে শ্রীসন্থ কেমন বোলিং করেন!

Print Friendly, PDF & Email

Related Posts