সিঙ্গাপুরে ৬ বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত

বিডিমেট্রোনিউজ ডেস্ক সিঙ্গাপুরে মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত বিদেশিদের মধ্যে ছয় জন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে হাইকমিশন। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামানের বরাত দিয়ে বৃহস্পতিবার সকালে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক ইমেইল বার্তায় তিনি রয়টার্সকে বলেন, ‘সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল আমরা জানতে পেরেছি, ৩০ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২টা পর্যন্ত যাদের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ‌্যে ছয় জন বাংলাদেশি রয়েছেন।’

হাইকমিশনার আরও বলেন, ‘আমরা আরও জেনেছি, আক্রান্তদের সবার ক্ষেত্রেই মৃদু‌ মাত্রায় রোগের লক্ষণ দেখা গেছে। তারা হয় এরইমধ‌্যে সেরে উঠেছেন, নয়তো সেরে উঠছেন।’

বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে সিঙ্গাপুরের স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

গত বছর ব্রাজিলে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্তের পর লাতিন আমেরিকার বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জিকার প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Print Friendly, PDF & Email

Related Posts