আপনার আজকের রাশিফল ॥ ৯ সেপ্টেম্বর

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  আজ শুক্রবার ৯ সেপ্টেম্বর, ২০১৬ । জেনে নিন আপনার আজকের রাশিফল–

 

taurusমেষ:

আজ সারাদিন সাবধানতা অবলম্বন করুন, বিপদের আশঙ্কা। ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণের যোগ আছে। শারীরিক সমস্যার ফলে কর্মে ব্যাঘাত। সন্তান ক্ষেত্র শুভ আছে।

 

ariesবৃষ:

মানসিক দিক থেকে আজ অন্যের কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন।

 

geminiমিথুন:

আজ ব্যবসা শুভ হলেও পরিশ্রম প্রচুর হবে। ঋণ দ্রুত পরিশোধ করুন না হলে সম্মান হানি হতে পারে। প্রতিবাদী মনোভাব না থাকোই ভাল। চিন্তায় অগ্রগতি।

 

cancerকর্কট:

আজ লটারি কাটতে পারেন। অন্যের বুদ্ধিতে ব্যবসায় ক্ষতি ফলে নৈরাশ্যতা বৃদ্ধি। আমদানি ব্যবসায় সুযোগ আসতে পারে। ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ।

 

leoসিংহ:

আপনার প্রচণ্ড কৃপণতা সংসারে অশান্তি ডেকে আনবে। বাড়তি উপার্জনের লোভে ক্ষতি। সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। চিত্র কলায় অগ্রগতি।

virgoকন্যা:
বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। বিষয় সম্পত্তিতে প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্য বলায় বিপত্তি আসতে পারে।

 

libraতুলা:

আজ বাড়িতে পশু কিনতে পারেন তাতে ভাল হবে। স্নেহ প্রীতিকর কারোর জন্য চিন্তা বৃদ্ধি। বেহিসেবি খরচের জন্য স্বামী-স্ত্রীয়ের মধ্যে বিবাদ। প্রেমে জয়।

 

scorpioবৃশ্চিক:

সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়ুবিক ভোগান্তির যোগ।

 

sagittariusধনু:

কোন কারণে আপনার উন্মত্ততা বৃদ্ধি পাবে। গুণীজনের থেকে পরামর্শ পেতে পারেন। বেদ চর্চায় অগ্রগতি এবং মানসিক শান্তি। ব্রিত্তি শিক্ষার ক্ষেত্রে শুভ ফল।

 

piscesমকর:

প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোন দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল সিদ্ধান্তে সময় নষ্ট হতে পারে।

 

 

aquariusকুম্ভ:

অপ্রিয় মানুষের দ্বারা সাংসারিক সমস‌্যা হতে পারে। সন্তানদের নিয়ে খুব চিন্তা থাকতে পারে। সামাজিক কাজে নিজেকে লাগাতে পারেন। প্রেমে জটিলতা কাটতে পারে।

 

piscesমীন:

ভ্রমণে্র পরিকল্পনা বৃথা হতে পারে। পদন্নোতির জন্য মানসিক আনন্দ। চুরি বা পকেটমার হতে সাবধান। পিতৃ স্থানীয় কারোর সাথে বিবাদ। বেশি কথা না বলে সংযত থাকুন।

 

জ্যোতিষ শ্রী জয়দেব,কলকাতা

Print Friendly, PDF & Email

Related Posts