কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড পেলেন যারা

বিডি মেট্রোনিউজ || বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) এর ব্যবস্থাপনা ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ‘কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড’।

শনিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার আডিটোরিয়ামে ২০১৩ ও ২০১৪ সালের দেশসেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বিশেষ অতিথি স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং সাইদ মোহাম্মদ মালিক।

হাসান উল্লাহ খান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্পোর্টস অ্যাওয়ার্ড শুরু হয় সাধারণ সম্পাদক সনৎ বাবলার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। পুরস্কার প্রদান শেষে সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’।

bspa+bdmetro
                         কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ডপ্রাপ্তদের মাঝে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

এ বছরই বিএসপিএ এবার নতুন পুরস্কার চালু করেছে-‘কুল-বিএসপিএ রিয়াল স্পোর্টসম্যান এ্যাওয়ার্ড’। সমিতির জুরি বোর্ড পাঁচ জন ক্রীড়াবিদের একটা ছোট তালিকা করে দিয়েছিল সমিতির ওয়েবসাইটে (www.bspa.com.bd)।

পাঁচ জন হলেন, তিন ক্রিকেট তারকা সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিম, ফুটবল তারকা মামুনুল ইসলাম এবং গলফার সিদ্দিকুর রহমান।

এই পাঁচ জনের মধ্যে থেকে সর্বোচ্চ ভোটে এই অ্যাওয়ার্ড জিতেছেন মাশরাফি বিন মতুর্জা। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এবং সমিতির সাবেক সভাপতি রকিবুল হাসান।

২০১৩ সালে যারা মনোনীত

১. বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি) : মুশফিকুর রহিম
২. সেরা ক্রিকেটার : সোহাগ গাজী
৩. সেরা ফুটবলার : মামুনুল ইসলাম মামুন
৪. সেরা আরচার : ইমদাদুল হক মিলন
৫. সেরা সাঁতারু : মাহফুজুর রহমান সাগর
৬. সেরা দাবাড়– : ফাহাদ রহমান
৭. সেরা ভারোত্তলক : জহুরা আক্তার রেশমা
৮. সেরা কোচ : মারুফুল হক (ফুটবল)
৯. সেরা সংগঠক : কাজী মাহতাবউদ্দিন (মরনোত্তর)
১০. সেরা পৃষ্ঠপোষক : এক্সিম ব্যাংক লিমিটেড
১১. সেরা উদীয়মান : মুমিনুল হক (ক্রিকেট)
১২. বিশেষ সম্মানা : গোলাম সারোয়ার টিপু

২০১৪ সালে যারা মনোনীত

১. বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি) : আবদুল্লাহ হেল বাকি
২. সেরা ক্রিকেটার : মুশফিকুর রহিম
৩. সেরা ফুটবলার : নাসিরউদ্দিন চৌধুরী
৪. সেরা হকি খেলোয়াড় : হাসান যুবায়ের নিলয়
৫. সেরা কোচ : গোলাম রব্বানী ছোটন (ফুটবল)
৬. সেরা সংগঠক : মনজুর কাদের
৭. সেরা পৃষ্ঠপোষক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
৮. সেরা উদীয়মান : হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (ফুটবল)
৯. বিশেষ সম্মানা : মিউরেল গোমেজ

Print Friendly, PDF & Email

Related Posts