মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে দ্বাদশ শ্রেণির (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে আনন্দমুখর প্রতিযোগিতার শুরু হয় গত ২৫ নভেম্বর যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এতে তারা ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড় এবং রিলে দৌড়, দীর্ঘ লাফ, ভলিবল, ফুটবল ইত্যাদি খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।

দ্বাদশ শ্রেণির ছাত্রদের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর।

অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ছাত্রীদের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর থেকে যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড় এবং রিলে দৌড়, দীর্ঘ লাফ, ভলিবল, হ্যান্ডবল, দড়ি লাফ ইত্যাদি খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে। ছাত্রীদের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এসময় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উম্মে সালমা রউফ, শারিরীক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস এবং মো. নাসিরুল ইসলাম প্রমুখ।

সূত্র : শাহ বুলবুল

Print Friendly, PDF & Email

Related Posts