আত্মসমর্পণ করে জামিন পেলেন তাপসী তাবাসসুম

মানহানির অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

তাপসী তাবাসসুম উর্মির জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মেহেদী হাসান পাটোয়ারি। অপরদিকে, বাদীপক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম জামিনের বিরোধিতা করেন; পাশাপাশি আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অভিযোগের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাকে জামিনের আদেশ দেন।

এর আগে, গত ৮ অক্টোবর শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন। সেই প্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করেন তাপসী তাবাসসুম উর্মি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে একটা পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদসহ অন্য শহিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts