নেপালকে হারিয়ে শিরোপা বাংলাদেশের মেয়েদের

বিডি মেট্রোনিউজ ডেস্ক  || রোববার নেপালের আর্মি স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের কিশোরীরা। যা বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। আর নারী ক্যাটাগরিতে এএফসিতে এটি বাংলাদেশের প্রথম শিরোপা।

এই শিরোপাটা ৮ মাস আগেই বাংলাদেশের মেয়েদের হাতে উঠতে পারত। কিন্তু গেল এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে সেটি হয়নি। তখন ফাইনাল না খেলেই দেশে ফিরে আসতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলকে। এরপর ফাইনালের তারিখ নির্দিষ্ট হতে হতে সাত মাস পেরিয়ে যায়। অবশেষে ২০ নভেম্বর নির্ধারিত হয় ফাইনালের তারিখ।

কিন্তু ভয় ছিল। একদিকে নেপাল স্বাগতিক দেশ। যারা সেমিফাইনালে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। অন্যদিকে প্রচণ্ড ঠাণ্ড। নেপালে বিকেল গড়ালেই তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রিতে নেমে আসে। কিন্তু নেপাল কিংবা সেখানকার প্রচণ্ড ঠাণ্ডা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি বাংলাদেশের কিশোরীদের জয়ে।

ঘরের মাঠে খেলা হলেও বাংলাদেশের কাছে খুব একটা পাত্তা পায়নি নেপালের কিশোরীরা। অবশ্য বাংলাদেশের মেয়েরা অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি। কিন্তু নেপালের উপর তারা যেভাবে প্রভাব বিস্তার করে খেলেছে তাতে গোলের ব্যবধান আরো বেশি হলে মন্দ হত না।

হোক বয়সভিত্তিক দলের শিরোপা জয়। হোক না কম ব্যবধানে জয়। কিন্তু এই জয় যে বাংলাদেশের নারী ফুটবল দলের ভবিষ্যৎবাণী। কিশোরী ফুটবলাররা যে নারী ফুটবলের ঝাণ্ডা উচ্চে তুলে ধরল।

 

Print Friendly, PDF & Email

Related Posts