মচ্ছবের দিনেও সুপার ফ্লপ রোনালদো

বিডি মেট্রোনিউজ || স্প্যানিশ লা লিগায় রোববার রাতে মওকা পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ।সেই মওকাকেও কাজে লাগাতে পারেননি সি আর সেভেন রোনালদো। নিজেদের মাঠে দুর্বল রায়ো ভায়োকানোর সঙ্গে খেলা শুরুর পর লড়াইটা হয়ে যায় ডালভাতের মতো।কারণে প্রথমেই লালকার্ডের সুবাদে রায়ো ভায়োকানো ২জনকে হারিয়ে পরিনত হয় ৯জনের দলে। এ অবস্থায় রিয়াল মাদ্রিদের জন্য সময়টা হয়ে ওঠে গোল মচ্ছবের। আর অন্ধ সমর্থকরা এটাকেই বলছেন ‘ঐতিহাসিক জয়’।

ঘরের মাঠে তারা এমন সুযোগ পাবার পরও ৯ জনের রায়ো ভায়োকানোকে হারিয়েছে মাত্র ১০-২ গোলের ব্যবধানে। এই সুবিধাজনক অবস্থানে থেকেও রিয়াল মাদ্রিদকে হজম করতে হয়েছে দুটি গোল।৯জনের দলের সঙ্গে যা ছিল খুবই লজ্জার।

তবে এইদিন সুযোগকে খুব করে কাজে লাগাতে সক্ষম হন রিয়ালের গ্যারেথ বেল। তিনি একাই করেন ৪ গোল। করিম বেনজেমা করেন হ্যাটট্রিক। আর ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে যোগ হয় মাত্র ২ গোল। তার আবার একটি পেনাল্টিতে। কারণ গোলের মচ্ছব পেয়ে যাওয়ায় সবাই নিজ নিজ গোল বাড়াতে ব্যস্ত থাকায় তেমন আর বলের যোগান পাননি রোনালদো। আর ম্যাচের শুরুতে দানিলো করেন এক গোল। অবশ্য প্রথমার্ধের ১০ ও ১২ মিনিটেই ভায়োকানো দুটি গোল রিয়ালের জালে দিতে সক্ষম হয়।দুটি লালকার্ড পাওয়ার পর শুধু গোল খাওয়ারই পালা চলে। অর্থাত লালকার্ড না পেলে হয়তো ইতিহাস হতো অন্যরকম।

Print Friendly, PDF & Email

Related Posts