বিয়ে করলেন পেসার মোহাম্মদ শরীফ

বিডি মেট্রোনিউজ || মঙ্গলবার রাজধানীর মগবাজারে এক রেস্টুরেন্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন  জাতীয় ক্রিকেট দলের এক সময়ের পেসার মোহাম্মদ শরীফ ও ফারজানা রিমা।

জাতীয় ক্রিকেট লিগের গত আসরে প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচটি খেলেন শরীফ। বাংলাদেশের হয়ে ১০ টেস্ট ও ৯ ওয়ানডে খেলা শরীফ এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। উইকেট তুলে নিতে  ইয়র্কার, ইনসুইং আর বাউন্স-তিনের মিশেলে শরীফ ছিলেন অনন্য। ‍এবার শুরু হলো তার নতুন জীবনের ‍ইনিংস।

সিটি কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিংয়ে মাস্টার্স করেছেন ফারজানা রিমা। সোনালি ব্যাংকের প্রাক্তন ম্যানেজার এ. এম. এইচ হায়দারের দ্বিতীয় মেয়ে ফারজানা রিমা। তিন ভাইবোনের মধ্যে রিমা সবচেয়ে ছোট। ঢাকার নবাবপুরে বাড়ি হলেও এখন ধানমন্ডি ঝিগাতলার বাসিন্দা।

বিয়ের অনুষ্ঠানে পারিবারিক আত্মীয়স্বজন ও নিকট বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, প্রাক্তন ব্যাটসম্যান সানোয়ার হোসেন, জাতীয় দলের নির্বাচক ও প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমন। খেলা চালিয়ে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোশাররফ হোসেন রুবেল ও নাদিফ চৌধুরী। ছিলেন ওয়ালটনের ক্রীড়া সংশ্লিষ্টজন খেলোয়াড়দের সজ্জন হিসেবে পরিচিত মুখ মিল্টন আহমেদ।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts