বিডি মেট্রোনিউজ ডেস্ক || বাংলাদেশের দুই পেসার রুবেল ও মুস্তাফিজ ‘টাইমস অব ইন্ডিয়া’র বর্ষসেরার তালিকায় রয়েছেন । তালিকাটি এ বছর ওয়ানডেতে সেরা ১০ বোলিং স্পেলের ।
এ বছর বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল রুবেলের দুটো স্পেল। রুবেল প্রথম আঘাত হেনেছিলেন নিজের দ্বিতীয় স্পেলে। ২৭তম ওভারের দ্বিতীয় বলে ফিরিয়েছিলেন সেট ব্যাটসম্যান ইয়ান বেলকে (৬৩)। চতুর্থ বলে শূন্য রানে আউট করলেন অধিনায়ক এউইন মরগ্যানকেও। ২ উইকেটে ১২১ থেকে ইংল্যান্ডের হয়ে গেল ৪ উইকেটে ১২১!
৪৯ ওভারে স্নায়ুক্ষয়ী মুহূর্তে রুবেল ছিলেন আরো বিপজ্জনক। ভয়ংকর ইয়র্কারে নাস্তানাবুদ করেন ইংল্যান্ডের শেষ দুই ব্যাটসম্যানকে। স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে নিশ্চিত করেন দলের বিজয়। অবিশ্বাস্য এক জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশের নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল।
আর মুস্তাফিজ রয়েছেন ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই ম্যাচ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। মুস্তাফিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফেরেন রোহিত শর্মা। প্রথম স্পেলে আর সাফল্য নেই মুস্তাফিজের। বাঁহাতি পেসার ভয়ংকর হয়ে উঠলেন দ্বিতীয় স্পেলে। ৩৬ থেকে ৪৪ ওভার এ সময়ে মুস্তাফিজের ৫ ওভারেই কবর রচিত হলো ভারতীয় ব্যাটিং লাইনআপের।
মুস্তাফিজ একে একে তুলে নিলেন সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। তাসের ঘরের মতো ধসে পড়ল ভারতীয় ব্যাটিংয়ের মিডল ও লোয়ার অর্ডার। ভারত অলআউট ২০০ রান। বৃষ্টিবিঘি্নত ম্যাচে ২০১ রানের লক্ষ্য অনায়াসেই টপকে গেল বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হলো সিরিজ।