রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে সাত গ্রাম হেরোইন সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বালিয়ে ইউনিয়নের বাস্তা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৫) ও চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের মৃত রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০)।
এ ব্যাপারে কাওয়ালি পাড়া পুলিশ ফাঁড়ির সহ-উপ পরিদর্শক (এএসআই) জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিজানুর ও রফিকুলকে মাদক বিক্রয় করার সময় আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে সাত গ্রাম হেরোইন পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব আইনে মামলা দায়ের করা হবে।