কাজী শহিদুল ইসলাম ॥ বুড়িগঙ্গায় ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গত ৮ অক্টোবর বাদামতলী নৌপুলিশ জেটির সামনে সংঘটিত ডাকাতির ঘটনায় মালামালও উদ্ধার করেছে । গ্রেফতারকৃতরা হল-মশিউর রহমান লিটন (৪৫), মোঃ মিজান (৪০), মোঃ আলী শেখ (৩৮),মনির হোসেন (৩৮), মোঃ বাবুল (৪৮), মোঃ জাহাঙ্গীর (৩৬), মোঃ আতাউর রহমান ওরফে আতি (৪৪) ও মোঃ জয়নাল (৫০)।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা, ৪টি চাকু, ৮টি মোবাইল ও নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বিকালে কোতয়ালী থানাধীন হাজী লাট মার্কেটের ফল ব্যবসায়ী হাজী সামছুউদ্দিন সাহেব ২০ লক্ষ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য তার দোকানের ৫ জন কর্মচারীকে বাদামতলী থেকে ইসলামপুর পাঠান। কর্মচারীরা বাদামতলী নৌ-পুলিশ জেটির সামনে আসলে ডাকাতদল ২০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে নারায়নগঞ্জের দিকে পালিয়ে যায়। এই ঘটনায় দোকানের ম্যানেজার হাজী মোঃ মনোয়ার রহমান ওরফে মিঠু কোতয়ালী থানায় একটি ডাকাতি মামলা করেন।
মামলা রুজুর পর তদন্ত শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৪ অক্টোবর কামরঙ্গীরচর থেকে ডাকাত সর্দার ভুট্টুকে গ্রেফতার করে। ভুট্টুর স্বীকারোক্তি মোতাবেক সহযোগী আসামীদের গ্রেফতার অভিযান চালাতে থাকে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানা পুলিশ গত ১৭ অক্টোবর মধ্য রাত থেকে রাজধানী ও আশপাশ এলাকায় টানা অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জানে আলম মুনশী জানান, দীর্ঘদিন যাবৎ বুড়িগঙ্গা নদী ও তার আশপাশ এলাকায় ডাকাতি করে আসছে। তাদের প্রত্যেকের নামে দক্ষিণ কেরানীগঞ্জ সূত্রাপুর, শ্যামপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।