বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসে সিএনজিচালিত অটোরিকশায় ১৫ বছরের এক কিশোরীর লাশ ফেলে পালিয়ে গেছে নারী-পুরুষ ৩ জন। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢামেকের বাগানগেটে এ ঘটনা ঘটে।
পুলিশ মেয়েটিকে বহন করে আনা অটোরিকশার চালক ফুলসুর মিয়াকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ একই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আটক চালকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১২ বাস স্টেশন থেকে নারী-পুরুষ তিনজন চাদর দিয়ে পেঁচানো অবস্থায় নিহত কিশোরীকে নিয়ে ফুলসুর মিয়া অটোরিকশায় উঠেন।
তারা জানায়, কিশোরী খুবই অসুস্থ, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তারা। এরপর ফুলসুর মিয়া ঢামেকে নিয়ে আসেন তাদের।
তিনি আরও জানান, চালককে বাগানগেটে সিএনজিটি রাখতে বলে ওই তিনযাত্রী চিকিৎসক ডেকে আনার কথা বলে হাসপাতালের ভেতরে চলে যান। এসময় কিশোরী তার সিএনজিচালিত অটোরিকশাতেই ছিলো। দীর্ঘক্ষণেও ওই ৩জন ফিরে না আসলেও মানবিকতার বিবেচনায় চালক কিশোরীর লাশ নিয়ে সেখানেই দাঁড়িয়েছিলেন।
এদিকে মধ্যরাতে হাসপাতালের বাগানগেটে সিলভার রঙের একটি অটোরিকশার মধ্যে (ঢাকা মেট্রো দ ১১-০৬৯১) কিশোরির লাশ দেখতে পেয়ে অটোরিকশার চালক ফুলসুর মিয়াকে আটক করে কর্তব্যরত আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এখন পর্যন্ত নিহত মেয়েটির সঙ্গে আসা পলাতক আরোহীদের সঙ্গে তার কী সর্ম্পক তা জানা যায়নি। হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও এসআই বাচ্চু মিয়া জানান।