এ কে সরকার শাওন -এর কবিতা

পরে কথা হবে
সেই তো কবে

“পরে কথা হবে”
বাই এবার আসি তবে
বলে চলেই গেলে!
এই তো এখানে
বড়াল নদীর তীরে,
রেল লাইনের
সমান্তরাল পথটি ধরে।
একা ফেলে
চলে গেলে চিরতরে,
আর আসিলে না ফিরে!!

যদি বলি পালিয়েই গেলে
জবাব কি দেবে তার?
তার পর কত কি হলো!
রেখেছো কি খবর তার?
এমনি করে নয়টি বছর পার!
আজো হয়নি দেখা
আমাদের দুজনার।
পরের কথা
শোনা হয়নি আজো আর!

এমনি করে
মনের মানুষগুলো
হারিয়ে যায় কিংবা পালায়
ফিরে আসে না আর!
অশ্রুমালা আপনি শুকায়!
স্মৃতিপটে সব অকারনে ভাসে !
ভাঙ্গা বাশীঁটা তবু বেজে যায়!
তাতে কারো কিবা যায় আসে।

কানে বারে বারে বাজে,
শত কোটিবার বাজে;
সেই একটি কথা নিরবে সরবে
বাই, এবার আসি তবে,
পরে কথা হবে”!

শহীদবাগ, ঢাকা। ২২ সেপ্টেম্বর ২০১৮
n
আমার বেলকনিতে
 
মধ্যরাতে ভরা জ্যোছনায়

মন ছুঁয়ে যায় মেলাতে তারার
চাদের গায়ে তোর ছবি দেখি
নাইবা রইলি পাশেতে আমার !

নদীর মাঝে একা ডিঙ্গাতে মন
ছুঁয়ে যায় কুল কুল স্রোতে
স্রোতের সুরে তোর হাসি শুনি
নাইবা থাকলি ডিঙ্গাতে আমার !
বাহারী ফুলের ভরা মৌসুমে
মন ছুঁয়ে যায় ফুলের চমকে
ফুলের মাঝেই তোকে খুঁজে পাই
নাইবা এলি শুলশানেতে আমার !
আকাশের বুকে আলোর মেলায়;
মন ছুঁয়ে যায় সোনালী স্মৃতিতে,
মনের ক্যানভাসে একে যাই তোকে;
নাইবা এলি বেলকনিতে আমার !

শহীদবাগ, ঢাকা। নভেম্বর ১৬, ২০১৮

 

 

Print Friendly, PDF & Email

Related Posts