বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, গণসংগ্রাম ও আর্থসামাজিক জীবনপ্রবাহের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব দেওয়ান ফরিদ গাজীর জীবন আখ্যান সম্প্রতি প্রকাশিত হয়েছে। মদনমোহন কলেজ সাহিত্যপরিষদ থেকে প্রকাশিত এই জীবনী গ্রন্থটি ছেপেছে সিলেটের নাগরী প্রকাশন।
কবি-গল্পকার খালেদ উদ-দীন রচিত এ বইয়ের ভূমিকায় মদনমোহন কলেজ সাহিত্যপরিষদের সভাপতি ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘দেওয়ান ফরিদ গাজীর সহজসরল জীবনলেখ্য আমাদের রাজনৈতিক সংস্কৃতির অনুকরণীয় দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সামাজিক সম্প্রীতি ও পুনর্বাসনের ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান সকল মহলে স্বীকৃত। খালেদ উদ-দীন পরিবেশিত তথ্য-উপাত্ত ও সাবলীল বর্ণনায় দেওয়ান ফরিদ গাজী নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় ব্যক্তিত্বরূপে নন্দিত হবেন।’
গত ২৬ নভেম্বর মদনমোহন কলেজ সাহিত্যপরিষদ আয়োজিত সভায় বইটির পাঠোন্মোচন হয়। কলেজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক রোকেয়া চেয়ার প্রফেসর মুহম্মদ শামসুল আলম। অনুষ্ঠানে সিলেটের সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
দেওয়ান ফরিদ গাজীর এই জীবনীগ্রন্থটি মদনমোহন কলেজ সাহিত্যপরিষদ ও নাগরী প্রকাশনের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।
সূত্র : বদরুজ্জামান জামান