বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন

বিডি মেট্রোনিউজ ডেস্ক বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন। ভারতে ২১৫ রুপি দামের স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। দাবি করা হচ্ছে ফ্রিডম-২৫১ নামের এই ফোনটি ভারতের তো বটেই, সম্ভবত বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন। রাজধানী দিল্লির অদূরে নয়ডায় রিঙিং বেল নামে একটি প্রতিষ্ঠান এই ফোনটি প্রস্তুত এবং বাজারজাত করছে।

এর কর্মকর্তারা বলছেন, ভারতীয় রুপিতে এই মোবাইল ফোনের মূল্য ধরা হয়েছে ২৫১ রুপি, যা চার মার্কিন ডলারেরও কম।

এই ফোনে থাকছে  * চার ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন * ১.৩ গিগাজার্টজ কোয়াড-কোর প্রসেসর * ১ জিবি র‍্যাম, * ৮ জিবি মেমরি (সর্বোচ্চ ৩২ জিবি) * ৩.২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা * ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা * ১৪৫০ এমএএইচ ব্যাটারি

রিঙিং বেল কর্মকর্তারা বলছেন, এটি এত সস্তায় বাজারে ছাড়া সম্ভব হয়েছে তার কারণ এই প্রকল্পে তারা `ব্যাপক সরকারি সহায়তা` পেয়েছেন। ফ্রিডম-২৫১ স্মার্টফোনের আগাম বিক্রি শুরু  ১৮ ফেব্রুয়ারি থেকে।

Print Friendly, PDF & Email

Related Posts