শাহরিয়ার সোহেল এর প্রেমপদ্য

মহারাণী মাধবী

আমি জানি-
আমার মাধবী মহারাণী
সে যে সবুজেরও রাণী।

সবুজ শাড়ী আর লাল টিপে
স্বদেশের জাতীয় চেতনা
খোঁপায় ফুলেরা সার্থকতা পায়
বনের রাণী হৃদয়ের রাণী
অপলক দৃষ্টিতে স্বচ্ছ আভা
বনলতা সেন খুব বেশী নয়।

আর নীরা সে তো সামান্যই
মাধবী সে যে অপরূপে রূপবতী
স্নিগ্ধ টোল খাওয়া গাল
সমুদ্রে ভাসমান সিম্ফনী
অপেক্ষমান মাধবী আমারই জন্য।

আমি যে রাজভিখারী
রাজ দণ্ড পাবার প্রত্যাশায়
বুক পেতে আছি

 

d-1

সর্বত্রই মাধবীর প্রতিচ্ছবি

কারো আসার কথা নেই
কেউ আসেনা
তবু বাতাসের শব্দ, পাতার শব্দ
রিনিঝিনি পর্দা ওড়ার শব্দে সচকিত হই।

কেউ কি এলো
মাধবী কি এলো
বাতাসে মাধবীর গন্ধ পাই
শব্দ শুনে মনে হয় মাধবীর পদশব্দ
দরোজার ওপাশে মনে হয়
মাধবী দাঁড়িয়ে আছে-

দরোজা খুললেই এক ঝাঁক শূন্যতা
শব্দ শুনে ঘর থেকে দৌড়ে ব্যালকনিতে যাই
দেখি প্রধান ফটক বন্ধ
কেউ আসেনি
কেউ আসেনা
মাধবী আসেনা।

মাধবী কোথাও নেই
আমার মনের ভেতর ছাড়া
আর মনে আছে বলেই
সে আছে সর্বত্র..।

Print Friendly, PDF & Email

Related Posts