বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কবিতা অন্তরের নির্যাস- বলেছেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ।
গুণ বলেন, একজন কবিকে সততার সাথে তার কাব্যভূবণে বিচরণ করতে হয় । কোনো সামাজিক মর্যাদা কিংবা পদক পদবী নয়, একজন কবির প্রকৃত অর্জন হচ্ছে পাঠকের ভালবাসা। পাঠক হৃদয়ে তিনি কতটা প্রবেশ করতে পারলেন তার উপরই নির্ভর করে তার সাফল্য।
১২ জানুয়ারি সন্ধ্যায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি তাহমিনা বেগমের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তুমি আসবে বলে’ এর পাঠ উন্মোচন সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কবি ও রাজনীতিবিদ নূহ উল আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সম্মানিত অতিথি ছিলেন শুদ্ধতার কবি অসীম সাহা। বিশেষ অতিথি ছিলেন কবি ও ছড়াকার আসলাম সানী, কবি রেজাউদ্দিন স্টালিন এবং কবি শাহীন রেজা ।
বাংলাদেশ কবি পরিষদ (বাকপ) আয়োজিত এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বাকপের সিনিয়র পরিচালক কবি মাহবুবা লাকী ।
শুদ্ধতার কবি অসীম সাহা বলেন, কবিদের কোনো দেশ নেই, কাল নেই । কবিরা অনন্তের পাখি। তারা চিরকাল শুভ্রতার মধ্য দিয়ে, ধ্যান ও জ্ঞানের মধ্যদিয়ে এগিয়ে চলেন । তাদের চূড়ান্ত গন্তব্য মানবহৃদয় ।
সভাপতির বক্তব্যে নূহ উল আলম লেনিন বলেন, কবিতা মানুষকে শান্তি দেয়। স্থিতি দেয়। তাহমিনা বেগমের কবিতা যদি সেটা দিতে পারে তবেই তিনি স্বার্থক।