তরুণ লেখক অরিত্র দাসের উপন্যাস ‘দীপালি’ প্রকাশিত

dipali

মুহাম্মদ মূসা: ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৯’ এ প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ লেখক অরিত্র দাসের উপন্যাস- ‘দীপালি’। প্রকাশের পর থেকেই তরুণ পাঠকদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বইটি।

উপন্যাসটি সমসাময়িক ঘটনার প্রেক্ষিতে রচিত। বইটির মাধ্যমে লেখক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমাজ ব্যবস্থার অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। মানুষের স্বপ্ন আর জীবন প্রবাহের নানা উত্থান-পতনের গল্প উঠে এসেছে এ বইয়ে।

বইটি সম্পর্কে অরিত্র দাস বলেন, ‘কাঠামোগত উন্নয়নের পিছনে ছুটতে গিয়ে আমাদের এ সমাজ, এ রাষ্ট্রের নীতিনির্ধারকরা মনস্তাত্ত্বিক উনয়ন তথা মানুষের মননশীল-উন্নয়নের কথা ভুলে গেছেন। আমরা ভুলে যাচ্ছি প্রেম, ভালবাসা, সম্প্রীতির আর ভ্রাতৃত্বের কথা। আমাদের এই যান্ত্রিক জীবন থেকে বের হয়ে আসতে হবে। সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চত করতে মনস্তাত্ত্বিক উন্নয়ন তথা মানসিকতা, সংস্কৃতি, চিন্তচেতনা ও দৃষ্টিভঙ্গির উন্নয়নের লক্ষ্যে এই বইয়ে লিখতে চেষ্টা করেছি।’

চমন প্রকাশ থেকে প্রকাশিত ২২৫ পৃষ্ঠার এ বইটির প্রচ্ছদ করেছেন বাঁধন মাঝি। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৫০১ নং স্টলে।

Print Friendly, PDF & Email

Related Posts