প্রকাশিত হলো ছোটোকাগজ ‘বুনন’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  প্রকাশিত হলো খালেদ উদ-দীন সম্পাদিত সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’ পঞ্চম সংখ্যা। ‘বুনন’ প্রতিবছর একটি সংখ্যা এখন নিয়মিত ভাবেই প্রকাশিত হচ্ছে। বাংলাভাষী লেখক-পাঠকের কাছে ‘বুনন’ খুব পরিচিত একটি ছোটোকাগজ।

বাংলাভাষী মূলধারার লেখকদের ‘বুনন’ সম্পাদক যুক্ত করেছেন এই সংখ্যায়। প্রতি সংখ্যার মতো এ সংখ্যায়ও প্রবন্ধকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাহিত্যের নানা প্রসঙ্গে এ সংখ্যায় প্রবন্ধ লিখেছেন, শহীদ ইকবাল, সন্তোষ ঢালী, আবুল কাইয়ুম, শিমুল মাহমুদ, ঝুমা চট্টোপাধ্যায়, জিললুর রহমান, আশরাফ জূয়েল, ইউসুফ ইকবাল, শফিক আজিজ ও আজির হাসিব।

‘বুনন’ এ সংখ্যায় রয়েছে সমকালীন এগারোটি গল্প। যাদের গল্প তারা হলেন- ওয়াহিদ সারো, অনন্ত মাহফুজ, রুমা মোদক, গাজী তানজিয়া, সোলায়মান সুমন, আশান উজ জামান, হামিম কামাল, মেহেদী ধ্রুব, মীম হুসাইন, শামসুল কিবরিয়া ও অালমগীর হোসেন।

এ সময়ের নবীন-প্রবীণ ৭৭ জন কবির কবিতা রয়েছে এ সংখ্যায়। বিশেষ করে হাবীবুল্লাহ সিরাজী, শিউল মনজুর, জাফর সাদেক,শিহাব শাহরিয়ার। মাসুদ খান, মাসুদার রহমান। জাহানারা পারভীন, শামীম হোসেন, হাফিজ রশিদ খান, জুনান নাশিত, মুজিব ইরম, রাজীব আর্জুনি, ফারুক আফিনদী,এ কে এম আব্দুল্লাহ, শিমুল মাহমুদ, আহমেদ স্বপন মাহমুদ, জিললুর রহমান, স্বপন নাথ, রিসি দলাই, সালমান ফরিদ, পিয়াস মজিদ, নিলয় রফিক, মলয় রায়চৌধুরী, ফকির ইলিয়াস, মোস্তাক অাহমাদ দীন, আকমল হোসেন নিপু, অশোক তাঁতী, আনোয়ার কামাল, মাজুল হাসান, সৈয়দ আফসার, আহমদ সায়েম, তৈমুর খান, সুব্রত সরকার, তমিজ উদ্দীন লোদী, ওবায়েদ আকাশ, শিবলী মোকতাদির, সব্যসাচী হাজরা, সেলিম মণ্ডল, শতানীক রায়, অমলেন্দু বিশ্বাস, মামুন মুস্তাফা, তুষার কবির, ভাগ্যধন  বড়ুয়া, গিরীশ গৈরিক, পলিয়ার ওয়াহিদ, নুসরাত নুসিন এর কবিতাগুলো কবিতাপাঠককে মুুগ্ধ করবে।

এছাড়াও মারলন জেমস একটি গল্পের অনুবাদ করেছেন তুষার তালুকদার। ‘বুনন’ বিশেষ ভ্রমণঅাখ্যানও উল্লেখ করার মতো, লিখেছেন- ফজল হাসান।
নির্ঝর নৈঃশব্দ্যের দৃষ্টিনন্দন প্রচ্ছদে ২৪০ পৃষ্ঠার ‘বুনন’ পঞ্চম সংখ্যার মূল্য রাখা হয়েছে ১৩০ টাকা।

Print Friendly, PDF & Email

Related Posts