বদরুজ্জামান জামান
.
সময়ের অবাধ্য গতিতে কতকিছু অদেখা থেকে যাচ্ছে
জানা শোনা কিংবা বোঝার আগেই হারিয়ে যাচ্ছে ।
যেন দ্রুতগামী ট্রেনের জানালায় দাঁড়িয়ে দেখা,
জীবনের সঙ্গ-অনুসঙ্গ কতকিছু-
একে একে হারিয়ে যাচ্ছে।
দৃষ্টির ভিতর বাহির সব একাকার আজ।
অন্তর্দৃষ্টি দিয়ে স্মৃতির ঝুড়ি খুলে দেখি
তেমন কিছু নেই আর
শুধু এক খন্ড অখন্ড মুমুর্ষ জ্যোৎস্না ছাড়া;
যেখানে বেঁচে থাকার আরাধ্য প্রহর কেটেছে আলো-আঁধারি খেলায়।
কত দুর্দান্ত অকাল পক্ষ কেটে কোন উপলক্ষহীন
সময়ের ভেলা চড়ে আজ সীমান্তে দাঁড়িয়ে আছি
একেবারে একেলা।
সব আয়োজন সব কোলাহল ভেদ করে
আমিও স্মৃতি হবো; কিন্তু পৃথিবী একদিন
তার স্মৃতির ঝুড়ি খুলে আমাকেও খুঁজে পাবেনা।