ধানমন্ডি-আজিমপুর রুটে চক্রাকার বাস সার্ভিস চালু

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীর ধানমন্ডি-সায়েন্সল্যব-নিউমার্কেট ও আজিমপুর রুটে অত্যাধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) কলাবাগান মাঠের সামনে থেকে এ সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা সংক্রান্ত কমিটির প্রধান মোহাম্মদ সাঈদ খোকন। বিআরটিসির তত্ত্বাবধানে এ সার্ভিসটি চালু করা হয়। দূরত্ব বুঝে এ বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০-২০-৩০ টাকা।

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গঠিত কমিটি কাজ করছে। সেই কাজের অংশ হিসেবে আমরা এই চক্রাকার বাস সার্ভিসটি চালু করেছি। এর মাধ্যমে আমরা আশা করি এই এলাকায় যানজট কমবে। উন্নত সেবা ও শৃঙ্খলা নিশ্চিত হবে। এর প্রভাব থাকবে ইতিবাচক। ’

তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা আশা করি, এই প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নাগরিকরা সচেতন হবে। আমরা সর্বোচ্চ সেবা সর্বনিম্ন মূল্যে নিশ্চিত করবো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করে একটি নিরাপদ সড়ক নিশ্চিত করবো। শিগগিরই বিষয়টি দৃশ্যমান হবে।’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা আগামী ১৫ দিনের মধ্যে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে চাই। আমরা চাই না আর কোনও লাশ পড়ুক। জেব্রা ক্রসিংয়ের আগে চালককে গাড়ি থামাতে হবে।’

তিনি দাবি রেখে বলেন, ‘ঢাকার চারপাশে চারটি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে হবে। আমরা এজন্য ভূমি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। এরই মধ্যে ডিএনসিসি মেয়র আমিন বাজার এলাকায় অস্থায়ীভাবে একটা জায়গা দিয়েছেন।’

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘আজ দুটি রুটে চক্রাকার সার্ভিস চালু হচ্ছে। এর পরে আমরা উত্তরা ও মতিঝিলে আরও দুইটি চক্রাকার বাস চালু করবো। এর ফলে প্রাইভেট ও অযান্ত্রীক বাহনের সংখ্য কমে যাবে।’

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গঠিত কমিটির কাছে এর আগে একটি লিখিত প্রস্তাব করেছিল ঢাকা মহানগর পুলিশ। সেখানে বলা হয়েছিল, ধানমন্ডি, নিউমার্কেট, আজিমপুরের মতো ‘পুরোনো ও অভিজাত’ এলাকায় উন্নত গণপরিবহন ব্যবস্থা না থাকায় মূল সড়কে রিকশা চলাচল করে। তাছাড়া ব্যক্তিগত যানবাহন সড়ক দখল করে রাখায় যানজট সৃষ্টি হয়।

এসব এলাকায় রিকশা, ব্যক্তিগত যানবাহন চলাচল কমিয়ে যানজট সমস্যার সমাধানে চক্রাকার বাস সেবা চালু করার প্রস্তাব করে ডিএমপি। সেই প্রস্তাব অনুসারেই ধানমন্ডি-নিউ মার্কেট-আজিমপুর এলাকার সেবা চালু হচ্ছে বুধবার।

Print Friendly, PDF & Email

Related Posts