কবি মল্লিকা সেনগুপ্ত পুরস্কার পেলেন শৌভিক-তানিয়া

কলকাতা

২৭ মার্চ কবি মল্লিকা সেনগুপ্তর জন্মদিন। তাঁর জন্মদিনের ঠিক আগে ‘ভাষানগর’ পত্রিকার পক্ষ থেকে কবির নামাঙ্কিত পুরস্কার অর্পণ করা হল। পুরস্কৃত হলেন তরুণ কবি তানিয়া চক্রবর্তী এবং অনুবাদক শৌভিক দে সরকার। গতবছর এই পুরস্কার পেয়েছিলেন কাশ্মীরের তরুণী নিঘাত সাহিবা।

২৬ মার্চ শিশির মঞ্চে সন্ধ্যা ৬ টায় দুই প্রাপকের হাতে মল্লিকা সেনগুপ্ত পুরস্কার তুলে দেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী এবং সাহিত্যিক হর্ষ দত্ত। উপস্থিত ছিলেন ভাষানগরের সম্পাদক সুবোধ সরকার। উদ্বোধন হয় পত্রিকার ওয়েব সাইট  www.bhashanagar.com.

অনুষ্ঠানে জমায়েত হয়েছিলেন মল্লিকা সেনগুপ্তর অনুরাগীরা।

কবিতাপাঠ করেন শ্রীজাত, অংশুমান কর, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মুখোপাধ্যায়, সৌরভ চন্দ্র, কৌষিকী দাশগুপ্ত, পায়েল সেনগুপ্ত, অদিতি বসু রায়, সব্যসাচী সরকার, অভিজিৎ বেরা, অরুণাভ রাহারায়, সৌভিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

পরবর্তী পর্বে ছিল ব্রততী পরম্পরা আয়োজিত আবৃত্তির অনুষ্ঠান ‘মহাভারতের মল্লিকা’। সবশেষে মল্লিকা সেনগুপ্তর কবিতা আবৃত্তি করেন ব্রততী বন্দ্যোপাধ্যায়।

Print Friendly, PDF & Email

Related Posts