মেট্রো নিউজ : সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৪০ ভাগ ‘এলাকা কোটা’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে কোনো এলাকার স্কুলের ৪০ ভাগ আসনে সেই এলাকার শিক্ষার্থীকে আগে ভর্তি করতে হবে। বাকি আসনে এলাকার বাইরের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সভায় এ বিষয়ে সংশ্লিষ্টরা একমত হয়েছেন। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহী রহমান সাংবাদিকদের বলেন, “সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা রাখার বিষয়ে সভার সবাই একমত হয়েছে। সভায় মন্ত্রী ও সচিব না থাকায় আমরা সিদ্ধান্তটি চূড়ান্ত করতে পারিনি। মন্ত্রী-সচিবের অনুমোদনের পর বিষয়টি আগামী শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালায় যুক্ত হবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ‘এলাকা কোটা’ চালুর সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ সুপারিশ অনুযায়ী নীতিগুলো পরিবর্তন করা হচ্ছে।
ওই কর্মকর্তা আরো জানান, এলাকা কোটা রাখার বিষয়ে মতৈক্য হলেও নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের কীভাবে চিহ্নিত করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবারের সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুগ্ম সচিব রুহী রহমান জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে জেলা পর্যায়েও অনলাইনে শিক্ষার্থী ভর্তি করানোর বিষয়ে কর্মকর্তারা একমত হয়েছেন। এ বিষয়টিও ভর্তি নীতিমালায় যুক্ত হবে।