মন বলে
পর্বত শৃঙ্গ- মেঘ ছুঁয়ে একা দাঁড়িয়ে
আকাশ ছুঁতে চায় দুই হাত বাড়িয়ে ।
বৃষ্টিস্নাত মন বলে-
বাষ্প হই নানা ছলে,
পর্বত শৃঙ্গ ছুঁয়ে যাবো দৃশ্য ছাড়িয়ে ।
মরা ডালে পাখি
আকাশের মন ভালো নেই কান্না ঝরে
জাগছে প্রাণ- ধু ধু মরু নদীর চরে ।
সাগরের বুকে জ্বালা
বয়ে চলে নদী নালা,
মরা ডালে বসে পাখি সুখে গান করে ।