রিপন শান:
‘শব্দই কবিদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার’
‘কবিগণ শব্দের খেলা করেন’
– কথাগুলো বলেছেন, ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা ৭১৪-এর আলোচকগণ ।
ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ এর সভাপতিত্বে আড্ডার মুখ্য কবি শেখ রবিউল হককে নিয়ে, ১৮ অক্টোবর শুক্রবার রাজধানীর কনকর্ড এম্পোরিয়াম কাঁটাবনে অনুষ্ঠিত ৭১৪ তম আড্ডায় অন্যান্যের মধ্যে কবিতা ও কবির নানাবিধ বিষয়ে সৃজনশীল আলোচনা করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, জাহাঙ্গীর ফিরোজ, পশ্চিমবঙ্গের কবি অমৃত মাইতি, ফরিদুজ্জামান, হাফিজ উদ্দীন আহমদ, ইসমাত মির্যা, ইউসুফ রেজা প্রমুখ।
আড্ডায় উপস্থিত থেকে কবিতা পাঠে অংশ নেওয়া অন্য কবিগণ হলেন মুস্তাফা মজিদ, নূর মোহাম্মদ, হাসিন মোয়াজ্জেম, সোহাগ সিদ্দিকী, ফরিদ ভূঁইয়া, সুকমল চন্দ্র বর্মন, বকুল আশরাফ, বাকের চৌহান, গোলাপ হোসেন, রোকেয়া ইউসুফ, মাহাবুবা লাকি, সঞ্চয় কবির, শেলী সেলিনা, কামরুজ্জামান, সুমন হোসেন, দুর্বাশা দুর্বার, সাঈদ জোবায়ের, মেরিনা সঈদ, সমা খান, নাঈম মাহমুদ, হাসিনা ইসলাম সীমা, শাহনাজ পারভীন, সিগমা আউয়াল, দালান জাহান প্রমুখ।
৭১৪ তম আড্ডাটির নান্দনিক সঞ্চালনা করেন- ম্যাজিক লণ্ঠন এর প্রধান সম্পাদক দেশবরেণ্য কবি ও সঙগঠক রতন মাহমুদ ও সম্পাদক শিশুসাহিত্যিক ও কবি রমজান মাহমুদ ।