কবি ড. মিজান রহমানকে নিয়ে ম্যাজিক লণ্ঠন কবিতার আড্ডা ৭১৬

রিপন শান: সমকালীন বাংলা সাহিত্যের প্রভাবশালী সংগঠন ম্যাজিক লণ্ঠন এর নিয়মিত সাপ্তাহিক কবিতার আড্ডা ৭১৬ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে । ১ নভেম্বর ২০১৯ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সাপ্তাহিক কবিতার আড্ডার মধ্যমণি ছিলেন দেশের বিশিষ্ট তরুণ গবেষক প্রকাশক সম্পাদক লেখক শিক্ষক কবি ড. মিজান রহমান ।

রাজধানীর কাঁটাবন কনকর্ড এম্পোরিয়ামের বেইজমেন্টে অনুষ্ঠিত আড্ডায় ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ এর সভাপতিত্বে, প্রধান সম্পাদক কবি রতন মাহমুদ এর সঞ্চালনায় কবি মিজান রহমান এর জীবন ও কবিতা নিয়ে আলোচনা করেন- দৈনিক সময়ের আলোর সাহিত্য সম্পাদক কবি আলমগীর রেজা চৌধুরী, ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি রেজাউদ্দিন স্ট্যালিন, কবি শেখ বাতেন, বাঙালি সাংস্কৃতিক বন্ধনের সাধারণ সম্পাদক গীতিকবি সাইফুল আজম বাশার, অনলাইন দৈনিক রেডটাইমস ডটকম সম্পাদক ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের শীর্ষনেতা কবি সৌমিত্র দেব, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার এর চেয়ারম্যান কবি রিপন শান, ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি লিন্ডা আমিন প্রমুখ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি ফরিদুজ্জামান, কবি কুমার বিপ্লব, কবি পারু পারভীন, কথাসাহিত্যিক কালাম ফয়েজী, পদক্ষেপ বাংলাদেশ এর সভাপতি কবি বাদল চৌধুরী, কবি শেলী সেলিনা, নিউনেশন মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ আবুল খায়ের সহ নবীন প্রবীণ কবিকুল । স্বরচিত কবিতা পাঠ করেন আড্ডায় সমবেত কবিগণ ।

888

ক্ষয়ে যায় বোধের শরীর, শৈশব, মাড়াই ধানের ঘ্রাণ কাব্যগ্রন্থের কবি, ম্যাজিক লণ্ঠন ৭১৬ তম আড্ডার মধ্যমণি কবি মিজান রহমান এর লিখিত গবেষিত সম্পাদিত প্রণীত বইয়ের সংখ্যা ৪৪ টি । বৃহত্তর বরিশালের লোকসংস্কৃতি, বৃহত্তর বরিশালের লোকসাহিত্য, বরিশালের লোকনাটক: বিষয় ও পরিবেশনা, ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য, স্বরূপকাঠির ইতিহাস ও ঐতিহ্য- শিরোনামের বইগুলো গবেষক ড. মিজান রহমান এর অন্যতম সেরা কীর্তি । লিটন ম্যাগাজিন কর্ষণ ও লোকায়ত সম্পাদক মিজান রহমান রাজধানীর নটর ডেম কলেজের বাঙলা বিভাগে ২০০৭ থেকে অদ্যাবধি সুনামের সাথে অধ্যাপনায় নিয়োজিত ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি হোল্ডার কবি মিজান রহমান; বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, জাতিসংঘ সমিতি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ।

সৃজনকর্মের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সময়ে মিজান রহমান অর্জন করেছেন- রোদসী পদক ২০০৪, বেস্ট বুক এওয়ার্ড ২০০৭, কালান্তর সাহিত্য পুরস্কার ২০১০, জীবনানন্দ পদক ২০১৫, নতুনমুখ সাহিত্য সম্মাননা ২০১৯ ইত্যাদি।

Print Friendly, PDF & Email

Related Posts