জীবন সংগ্রাম ॥ নতুনের পদ্য

আঁখী খানম

 

জীবনের শুরু থেকে সায়াহ্ন
দু’টো অন্নের জন্য
কঠোর শ্রম আর সংগ্রাম
কখনো মিললো না বিশ্রাম!

 

সারাটা জীবন দিয়েছি যাদের জন্য
তাদের জন্য আমি ধন্য,
নেয় না খবর, তারাও ব্যস্ত জবর!
ঠেলা চালানো টাকায় কত না কষ্ট
মিটিয়েছি সাধ আহ্লাদ, রেখেছি তুষ্ট
এখন ওদের কামাই ভালো
স্ত্রী-পুত্র-কন্যায় সংসার আলো।
আমার কথা কে আর মনে রাখে বল?

 

বলবো তবু যেখানেই থাকিস, ভালো থাকিস
বাবা নামটা মনে রাখিস,
তোদের সুখই আমার শান্তি
ভুলে যাব সব ক্লান্তি।
আমার দিন এভাবেই যাবে
ক’দিন রবো? ভেবে কী হবে?

Print Friendly, PDF & Email

Related Posts