বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ হুমায়ূন আহমেদের জীবন সঙ্গী হওয়ার কারণে গুলতেকিনও সেলিব্রেটি একজন নারী। গড়ে উঠেছে তার ব্যাক্তি পরিচয়ও। তিনিই হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী। হুমায়ূন আহমেদের প্রথম চার সন্তানের তিনিই গর্ভধারিনী মা। হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন মেহের আফরোজ শাওন। দ্বিতীয় বিয়ের কারণেই হুমায়ূন আহমেদের সঙ্গে বিচ্ছেদ ঘটে গুলতেকিন এর।
হুমায়ূন আহমেদের সাথে বিচ্ছেদের পরে দীর্ঘকাল একাকী থাকা গুলতেকিন অবশেষে গাঁটছড়া বাঁধলেন। তার সঙ্গী হলেন অতিরিক্ত সচিব এবং কবি আফতাব আহমেদ।
গুলতেকিনের বয়স এখন ৫৬। সাত বছর ধরে প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এ দুজন।
হুমায়ূন আহমেদের একাত্তরতম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানালেন কবি শাহীন রেজা। তিনি নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, দুই সপ্তাহ আগে ঢাকায় ছোট পরিসরে গুলতেকিনের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর গুলতেকিন আমেরিকায় চলে গেছেন। দুই সপ্তাহ পর ফিরে বন্ধু-বান্ধব সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবেন।
গুলতেকিন বলেছেন, আফতাব আহমেদ মনের দিক থেকে একজন সুন্দর মানুষ, তার মানবিক মন তাকে জয় করেছে।
আফতাব আহমেদ তার ব্যারিস্টার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটান ১০ বছর আগে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন।