জাহাজে আসা দুই ভারতীয়র শরীরে মিলল করোনাভাইরাস

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনাভাইরাস চীন ছাড়িয়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে একাধিক দেশে। ব্রিটেন, আমেরিকার মত দেশে আগেই আক্রান্তের খোঁজ মিলেছে। এবার মিলল ভারতেও। জাহাজে আসা দুই ভারতীয়ের শরীরে মিলল করোনাভাইরাস।

ডায়মন্ড প্রিন্সেস নামের জাহাজে ছিলেন এই দুই ভারতীয়। ওই জাহাজে থাকা ১৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত। তার মধ্যে দু’জন ভারতীয়র শরীরেও ধরা পড়ল এই ভাইরাস। আপাতত জাপানের উপকূলে আটকে রাখা হয়েছে ওই ক্রুজ শিপ। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেই জাহাজ আটকে থাকবে জাপানে।

অন্যদিকে কলকাতায় আসছে ১৯ জন চিনা ক্রু। ১৯ জন চিনা ক্রু-কে নিয়ে একটি ভেসেল এসে পৌঁছেছে সাগরদ্বীপে। সেখান থেকে তাদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার তাদের থার্মাল স্ক্যানিং হবে বলে জানা গিয়েছে।

এদিকে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। চীনে হাজার পার করে মৃত্যু ১১১৫ এ পৌঁছেছে।তবে আশার কথা কমছে সংক্রমণের হার। এরই মাঝে নতুন নাম COVID-19 পেল ভাইরাসটি।

মঙ্গলবার ভাইরাসটির আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। জেনেভায় হু সদর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts