বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনা ভাইরাসের আক্রান্ত এক এক করে বিশ্বের অনেক দেশ। সংক্রমণের হারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সোমবার সকালে মৃতের সংখ্যা ১৭০০ পেরিয়ে গিয়েছে।
শেষ দু’দিন একটু কম থাকার পরে ফের সোমবার বেড়েছে মৃতের সংখ্যা। চীনের হুয়াইপ্রদেশে নতুন সংক্রমনের সংখ্যা বেড়েছে।
চীনের মধ্যাংশে স্তব্ধ অবস্থা, ডিসেম্বরে এই অংশ থেকে জন্ম নিয়েছে করোনা ভাইরাস। আমেরিকানদের ৪০ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রামিত হয়েছে তাই এখনই তাঁদের দেশে ফেরানো হবে না বলেই জানা গিয়েছে।
হুয়াইপ্রদেশ করোনা ভাইরাসের উৎসস্থল। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ১৯৩৩ টি নতুন ঘটনা এবং নতুন করে ১০০ জনের মৃত্যু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ১১ থেকে এখনও অবধি সবচেয়ে কম মৃত্যু বলে সূত্র মারফত জানা গিয়েছে।
প্রতিদিন সংক্রমণের হার কমপক্ষে ৫ শতাংশ বাড়লেও মৃত্যুর হার অনেকটাই কমেছে।
তবে ৯০ শতাংশ নতুন ঘটনা ইউহানের, যে শহরে ১১ মিলিয়ন মানুষের বসবাস। এবং অবৈধভাবে প্রাণীদের ব্যবসা চালানো হয় বলেই জানা গিয়েছে।