বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ একমাত্র টেস্টের আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমেছে শেভরনরা। সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।
প্রথম সেশনে কোনো উইকেট না হারালেও দ্বিতীয় সেশনে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বিসিবি একাদশ। তুলে নিয়েছে জিম্বাবুয়ের ৫ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৮ । শাহাদাত হোসেন নিয়েছেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন আল-আমিন জুনিয়র ও শরীফুল ইসলাম।
এর আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে জিম্বাবুয়ে। জমাট ব্যাটিং করছে তারা। ২৬ ওভার শেষ হলেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দ্বিধাগ্রস্ত করতে পারেননি শরীফুল-সুমনরা।
দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনটি দারুণভাবে শেষ করে জিম্বাবুয়ে। ২৮ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় শেভরনরা। হাফ সেঞ্চুরি তুলে নেন কেভিন কাসুজা। বল হাতে বিসিবি একাদশ পাঁচজন বোলার ব্যবহার করেছে। কেউ-ই ব্রেক থ্রু এনে দিতে পারেননি।
মধ্যাহ্ন বিরতির পর উইকেটের দেখা পায় বাংলাদেশ। আল-আমিন জুনিয়র ফিরিয়েছেন প্রিন্স মাসভাউরিকে। দলীয় ১০৫ রানের মাথায় ৩১তম ওভারে আল-আমিনের বলে উইকেটের পেছনে আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৭৭ বল খেলে ৭ চারে ৪৫ রান করে যান তিনি।
এই ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ছয় ক্রিকেটার। তারা হলেন আকবর আলী, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম। এর মধ্যে শরীফুল কেবল এ দলের হয়ে খেলেছিলেন। বাকি পাঁচজনের নতুন অভিজ্ঞতা হল আজ।
বিসিবি একাদশ: আল-আমিন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ ও শাহাদাত হোসেন।
উইকেট পতন :
১০৫/১ (প্রিন্স মাসভাউরি-৪৫), ১২৫/২ (ক্রেইগ আরভিন-১০), ১২৯/৩ (ব্রিয়ান মুদজিনগানিয়ামা-১৭), ১৪৬/৪ (রেগিস চাকাবা-১৩), ১৪৬/৫ (তিনোতেন্দা মুতুমবোজি-০)।