বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্টটি শুরু হয়েছে সকাল সাড়ে নয়টায়। আগে বোলিং করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম সেশনে ১টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। অষ্টম ওভারে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাতটি করেছেন আবু জায়েদ রাহী। তার করা ষষ্ঠ বলটি কেভিন কাসুজার ব্যাট ছুঁয়ে গালিতে নাঈম হাসানের তালুবন্দি হয়। ২৪ বল খেলে ২ রান করে ফিরেন কাসুজা। এটা আবু জায়েদ রাহীর ২৫০তম প্রথম শ্রেণির উইকেট।
দলীয় ৭ রানের সময় উইকেট পড়লেও এরপর ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে প্রিন্স মাসভাউরি ও ক্রেইগ আরভিনের ব্যাটে। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে মধ্যাহ্ন বিরতিতে যান। বিরতি থেকে ফেরার পর দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন। কিন্তু তাদের জুটি বেশি বাড়তে দেননি নাঈম হাসান। কট অ্যান্ড বোল্ড করে মাসভাউরিকে ফিরিয়ে ১১১ রানের জুটি ভাঙেন। এরপর দ্রুতই ফেরান অভিজ্ঞ ব্রেন্ডান টেলরকে। এরপর আরভিন ও সিকান্দার রাজা ১৬ রান তুলে চা বিরতিতে যান। আরভিন ৬০ রান নিয়ে অপরাজিত আছেন। এটা তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি।