বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনা আতঙ্ক। দিল্লি, নয়ডা, আগ্রা সহ একাধিক জায়গায় বেশ কয়েকজন ব্যক্তিকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে। এরই মধ্যে চেন্নাই থেকে প্রকাশ্যে এল এক অবাক করা ঘটনা।
চেন্নাইতে একটি বিড়াল করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পাঠানো হচ্ছে চীনে। অন্যদিকে পিপলস ফর এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (পিইটিএ) এই বিড়ালটির মুক্তির দাবি করেছে।
প্রকৃতপক্ষে ২০ দিন আগে চীন থেকে একটি কন্টেনার বাক্স করে এই বিড়ালটিকে চেন্নাই আসে বলে দাবি উঠেছে। তখন থেকে বিড়ালটি ওই বন্দরেই ছিল। কিন্তু বর্তমানে করোনা আতঙ্কের কারণে ফের ফেরৎ পাঠানো হবে ওই বিড়ালটিকে। তবে চীনে এই বিড়ালটির বেঁচে থাকার সম্ভাবনার আশঙ্কা খুবই ক্ষীণ। কারণ, চীনে চামড়া ও মাংসের জন্য বিড়াল মেরে ফেলা হয়।
বিড়ালটিকে ফের চীনে ফেরত পাঠানো হবে জানতে পেরে পিইটিএ (পিপলস ফর এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস)- এর ভারতীয় এক অধিকর্তা রেশমি গোখলে সরাসরি চিঠি লিখেছেন চেন্নাই কর্তৃপক্ষকে। সেখানে তিনি দাবি করেছেন, বিড়ালের সঙ্গে করোনা ভাইরাসের (COVID-19) এর সরাসরি কোনও সম্পর্ক নেই একথা বিজ্ঞানসম্মত ভাবে প্রতিষ্ঠিত।
আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন তাঁদের ওয়েবসাইটে জানিয়েছে, বহু আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার মতে পোষ্য ও অন্যান্য পালিত প্রাণীদের থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা নেই।