ইয়াসির আরাফাত, পবিপ্রবি প্রতিনিধি: বুধবার সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারতের দিল্লিতে মুসলিম সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দিল্লিতে উগ্রবাদী হিন্দু গোষ্ঠি কর্তৃক নিরীহ মুসলমানদের উপর হামলা, হত্যা, নির্যাতনসহ পবিত্র মসজিদ ভাঙচুর, বাড়িঘর ব্যাবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের জন্য ভারত সরকারের প্রতি তীব্র নিন্দা জানান তারা।
বক্তারা আরো বলেন, নিরীহ শান্তিপ্রিয় মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি এই নির্মম নির্যাতন বন্ধসহ এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে আন্তর্জাতিকভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।