পবিপ্রবিতে ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

কাজী দুলাল, দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিভিন কর্মসূচি পালিত হয়েছের।

সকাল সাড়ে ৮ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য্যতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ।

পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রা-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ ও কর্মচারী পরিষদ।

pro

সকাল ৮.৪৫ মি. বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন কনফারেন্স কক্ষে রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সঞ্চালনায় ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ. ক. ম মোস্তফা জামানের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন প্রা-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, কর্মচারী পরিষদের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন পিয়াল প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, হাজার বছরের শ্রষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ই মার্চ যে ভাষণ দিয়েছিল তা বিশ্বে বিরল। উনিশ মিনিটের বক্তব্যে তিনি বাঙ্গালীর স্বাধীনতার সারমর্ম বলেছিলেন। এ ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts