মোঃ রাসেল হোসেন, ধামরাই: বর্জ্য ব্যবস্থাপনা না রেখে যে সকল শিল্প প্রতিষ্ঠান পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, বলেছেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ন।
রোববার বিকেলে ধামরাই শিল্প নগরী (বিসিক) সম্প্রসারণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরো বলেন, যে কোন নতুন কারখানা শুরু করার পূর্বে বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম তৈরির কঠোর সরকারি নির্দেশনা রয়েছে। যদি তা কেউ না মেনে শিল্প প্রতিষ্ঠান চালু করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের শিল্পে করোনার প্রভাবের প্রশ্নে মন্ত্রী বলেন, সরকারি নীতিমালা মেনে শ্রমিকদের কারখানায় স্বাস্থ্য সম্মত ভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে শ্রমিক, মালিক ও প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিলে সাময়িক এই দুর্যোগ কাটিয়ে ওঠে সম্ভব।
ধামরাই বিসিক নগরীর সভাপতি মোসতাক হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সাংসদ বেনজির আহমেদ, ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান, ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক সহ প্রমুখ।