পবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কাজী দুলাল, পবিপ্রবি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ৯-১৫ মি: স্বাধীনতা চত্বর বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

এরপর ডীন কাউন্সিল, প্রভোষ্ট কাউন্সিল, বিভিন্ন অনুষদের ডিনদ্বয়, বিভিন্ন আবাসিক হলসমূহের প্রাভোষ্টদ্বয়, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, ছাত্রলীগ পবিপ্রবি শাখা, বিভিন হল শাখার ছাত্রলীগ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, বিভিন হল প্রভোস্ট, কর্মচারী পরিষদ, আলোক তরী, উদীচী শিল্পী গোষ্ঠি, সিএসই ক্লাব, ডিবটিং সোসাইটি, রোভার স্কাউট, বিএনসিসি, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করন।

এরপর এক সংক্ষিপ্ত আলাচনা সভায় বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ এবং বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. গোপাল সাহা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts