পবিপ্রবি’র ৩ শিক্ষক হোম কোয়ারেন্টাইনে

দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা তিন জনই নেদারল্যান্ডস থেকে ফিরেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আমাদের শিক্ষকরা বিদেশ থেকে ফেরার পরই আমরা পটুয়াখালীর সিভিল সার্জনকে জানিয়েছি। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন।

দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, আমরা তাদের বাসায় গিয়ে সকল ধরনের দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির হেলথ কেয়ার সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. এটিএম নাসির উদ্দিন জানান, বিদেশ ফেরত শিক্ষকরা পুরোপুরি সুস্থ আছেন এবং অতিরিক্ত সতর্ক থাকতে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts