কলকাতায় হুড়মুড়িয়ে দাম কমছে সোনার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম, ২৪ ক্যারেট সোনার দাম একসঙ্গে কমল। এমনটাই জানা যাচ্ছে বাজার সূত্রে। গত কয়েকদিনে ক্রমে কমেছে সোনার দাম । মঙ্গলবার দুই ধরনের ওজনের ক্ষেত্রে সোনার দর একসঙ্গে কমল।

(ভারতীয় মুদ্রা অনুযায়ী)

মঙ্গলবার ২২ ক্যারেটে সোনার দাম ১ গ্রামে – ৩,৯৬০ , ৮ গ্রামে – ৩১,৬৮০ টাকা , ১০ গ্রামে – ৩৯,৬০০, ১০০ গ্রামে – ৩,৯৬,০০০ টাকা

সোমবার ২২ ক্যারেটে সোনার দাম ১ গ্রামে দাম ছিল – ৪,০৭৬ , ৮ গ্রামে – ৩২,৬০৮ টাকা , ১০ গ্রামে – ৪০,৭৬০, ১০০ গ্রামে – ৪,০৭,৬০০ টাকা

সোমবারের তুলনায় মঙ্গলবার দাম কমেছে ১১৬,৯২৮,১১৬০,১১৬০০ টাকা

রবিবার ২২ ক্যারেটে সোনার দাম ছিল ১ গ্রামে – ৪,০৫১ , ৮ গ্রামে – ৩৪,৪০৮ টাকা, ১০ গ্রামে – ৪০,৫১০ টাকা , ১০০ গ্রামে – ৪,০৫,১০০ টাকা

রবিবারের তুলনায় সোমবার দাম বেড়েছিল ২৫,২০০,২৫০,২৫০০ টাকা

মঙ্গলবার ২৪ ক্যারেটে সোনার দাম ১ গ্রামে – ৪,১০০, ৮ গ্রামে – ৩২,৮০০ টাকা , ১০ গ্রামে – ৪১,০০০, ১০০ গ্রামে – ৪,১০,০০০ টাকা

সোমবার ২৪ ক্যারেটে সোনার দাম ১ গ্রামে ছিল – ৪,২১৬ , ৮ গ্রামে – ৩৩,৭২৮ টাকা , ১০ গ্রামে – ৪২,১৬০, ১০০ গ্রামে – ৪,২১,৬০০ টাকা

সোমবারের তুলনায় মঙ্গলবার দাম কমেছে ১১৬,৯২৮,১১৬০,১১৬০০ টাকা

রবিবার ২৪ ক্যারেটে সোনার দাম ছিল ১ গ্রামে ছিল – ৪,২৫১ , ৮ গ্রামে – ৩৪,০০৮ টাকা , ১০ গ্রামে – ৪২,৫১০, ১০০ গ্রামে – ৪,২৫,১০০ টাকা

রবিবারের তুলনায় সোমবার দাম কমেছে ৩৫,২৮০,৩৫০,৩৫০০ টাকা

Print Friendly, PDF & Email

Related Posts