আজ সকাল সাড়ে পাঁচটায় তাদের ফাঁসি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  শেষ পর্যন্ত সব আর্জি খারিজ হয়ে গেল নির্ভয়া কাণ্ডে চার দোষীর। আজ সকাল সাড়ে পাঁচটায় তাদের ফাঁসি হবে, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট।

যেদিকে এগোচ্ছিল এদিনের সওয়াল জবাব পর্ব তাতে বোঝাই যাচ্ছিল আর কিছু করা যাবে না। ধারনা স্পষ্ট হল।   ২০ মার্চ ভোরেই হতে চলেছে চার ধর্ষকের ফাঁসি। তার সঙ্গে শেষ হতে চলেছে এক মেয়ে হারানো বাবা মায়ের দীর্ঘ ছয় বছরের লড়াই।
অনেক দোলাচল, একের পর এক তারিখ , পাল্টা আবেদন জানিয়ে সময় পিছিয়েছে নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি। শেষ চেষ্টা করছিল ধর্ষকদের পক্ষের আইনজীবী। তুরুপের শেষ তাস হিসাবে অক্ষয়ের স্ত্রীয়ের বিবাহ বিচ্ছেদকে তারা কাজে লাগাতে চাইছিল। টানা ২ ঘণ্টা ধরে চলে সওয়াল জবাব।
২০১২-র ১৬ ডিসেম্বর। এক কালো দিন। এক কালো অধ্যায়ের শুরু। চূড়ান্ত পাশবিক এক অপরাধ। অপরাধীর বিচার হয়, দিন পেরোয়, কিন্তু শাস্তি হয় না। ধর্ষণকারী ছ’জনের একজন নাবালক। সেই সূত্রে প্রথমে জুভেনাইল হোম, সেখান থেকে তিন বছর পর ছাড়া পেয়ে যায় সে। আর একজন আত্মহত্যা করে, অন্তত এমনটাই বলা হয়েছে। কারণ নাকি গভীর অনুশোচনা। বাকি চার, মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুর। ২০১২ থেকে ২০২০, এদের শাস্তি নিয়ে প্রহসনের নাটক চলছে। ট্রায়াল কোর্টে চার অপরাধীর ফাঁসির আদেশ হয় ২০১২-তেই।
Print Friendly, PDF & Email

Related Posts