টাঙ্গাইলে নতুন শনাক্ত, আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।ওই ব্যক্তির বাড়ি নাগরপুরের মাহমুদনগর ইউনিয়নে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান বলেন, গত ১০ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন ওই ব্যক্তি। পরে রোববার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকা পাঠানো হয়  মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

তিনি ঢাকার একটি ঔষুধ কোম্পানিতে চাকরি করেন।এর আগেও উপজেলাটিতে ওই ঔষুধ কোম্পানিতে কাজ করা আরেক ব্যক্তি করোনায় সনাক্ত হয়। তার এক সঙ্গে কাজ করলেও আলাদা থাকেন বলেও  তিনি জানান।

এঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্তের বাড়িসহ আশে পাশের ৩০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

এর আগে ভূঞাপুরে ৫ জন, নাগরপুরে ৩ জন, মধুপুরে ১ জন, ঘাটাইলে ১ জন  ও মির্জাপুরে ১জনসহ মোট ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো।বর্তমানে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

Print Friendly

Related Posts