বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভারতের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদ পানে অন্তত ৮৬ জনের মৃত্যু হয়েছে।
শনিবার পুলিশ রাজ্যের শতাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত মদ জব্দ ও ২৫ জনকে গ্রেপ্তার করেছে। খবর এনডিটিভির
এছাড়া এ ঘটনায় ৭ জন শুল্ক কর্মকর্তা ও ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বিষাক্ত মদ খেয়ে বুধবার সন্ধ্যায় অমৃতসরের মুছল গ্রামে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। শুক্রবার রাত পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী ৩৮ জন মারা গিয়েছিলেন। শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশটির তরণ জেলায় ৬৩ জন, অমৃতসরে ১২ এবং গুরুদাসপুরের বটালায় ১১ জন মারা গেছেন।
শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এসব মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভারতে প্রতিবছরই চোলাই মদ খেয়ে কয়েকশ মৃত্যুর ঘটনা ঘটে।