টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস পালিত

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: আজ ১১ ডিসেম্বর। টাঙ্গাইল পাকিস্থানী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা দখলদার পাকিস্থানী হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইলকে মুক্ত করেন।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধের সংগঠক, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতিকসহ সর্বস্তরের মুক্তিযোদ্ধা-জনতা।

এরপর বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে সকালে মুক্তমঞ্চ দেশত্ববোধক সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

 

Print Friendly, PDF & Email

Related Posts