ইয়েমেনে বিমানবন্দরে গোলাগুলি, বহু হতাহত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইয়েমেনের অ্যাডেনে বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে অর্ধশতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে।

ইয়েমেনের নতুন সরকারের সদস্যদের বহনকারী একটি বিমান অবতরণের সময় এই বিস্ফোরণ ও গোলাগুলি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়েমেনের নবগঠিত সরকারের সদস্যরা একটি উড়োজাহাজে করে সৌদি আরব থেকে অ্যাডেন এয়ারপোর্টে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে বড় বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক ও নতুন মন্ত্রিসভার সদস্যরা অক্ষত রয়েছেন। তাদের উদ্ধার করে প্রেসিডেন্ট হাউসে নেয়া হয়েছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী এটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।

গত ১৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নিয়েছেন এ সরকারের ২৪ মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়িয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি।

ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আরব রাষ্ট্রসমূহের একটি জোটের লড়াই চলছে। প্রেসিডেন্ট হাদির শাসন পুনরুদ্ধার করার জন্য দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট।

Print Friendly

Related Posts