কবি অসীম সাহার ৭৩তম জন্মদিন

শাহ মতিন টিপু

 

যদি রাজদণ্ড দাও-আমি মাথা পেতে নেবো। /ক্ষমার অযোগ্য যদি কোনো ভুল হয়ে থাকে,/আর সেই ভুলের জন্যে যদি বদলে যায় ভৌগোলিক সীমা,/যদি আত্মজের নিক্ষিপ্ত তীর শূন্যতায় উড়ে গিয়ে/শক্তিশেল হয়ে বেঁধে তোমার শরীরে-/তুমি তবে কোন্ দণ্ড দেবে ?

‘যদি রাজদণ্ড দাও’ কবিতায় এ উচ্চারণ কবি অসীম সাহার। একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার ৭৩তম জন্মদিন আজ।

১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি নেত্রকোনা জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতৃপুরুষের ভিটে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা গ্রামে হলেও বাবা অখিল বন্ধু সাহার কলেজের চাকরি-সূত্রে মাদারীপুরে বসবাস। পড়াশোনা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক মাদারীপুরে। স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

অসীম সাহার লেখালেখি জীবনের শুরু ১৯৬৪ সালে। ১৯৬৫ সালে ঢাকার পত্রিকায় ছোটদের জন্য লেখালেখি শুরু। সেই থেকে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছড়া, কিশোর কবিতা, গান প্রভৃতি রচনায় সিদ্ধহস্ত কবি এখনও অব্যাহতভাবে লিখে চলেছেন।

তার প্রকাশিত বইয়ের সংখ্যা মাত্র ৩০টি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে : পূর্ব-পৃথিবীর অস্থির জ্যোৎস্নায় (১৯৮২), কালো পালকের নিচে (১৯৮৬), পুনরুদ্ধার (১৯৯২), উদ্বাস্তু (১৯৯৪), মধ্যরাতের প্রতিধ্বনি (২০০১), অন্ধকারে মৃত্যুর উৎসব (২০০৬), মুহূর্তের কবিতা (২০০৬), Refujee and the festval of death in darkness (2010), সৌর-রামায়ণ (২০১১), অক্টাভিও পাস ও ডেরেক ওয়ালকটের কবিতা (অনুবাদ-২০১১), কবর খুঁড়ছে ইমাম (২০১১), প্রেমপদাবলি (২০১১), পুরনো দিনের ঘাসফুল (২০১২) (কবিতা)। প্রগতিশীল সাহিত্যের ধারা (১৯৭৬), অগ্নিপুরুষ ডিরোজিও (১৯৯০), উদাসীন দিন (উপন্যাস) (১৯৯২), শ্মশানঘাটের মাটি (গল্প-১৯৯৫), কিলের চোটে কাঁঠাল পাকে (২০০২), শেয়ালের ডিগবাজি (২০০৭), হেনরি ডিরোজিও (২০১০)।

তিনি একুশে পদক ছাড়াও আলাওল সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার, কবিতালাপ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন।

ছবি: কবি অসীম সাহার সঙ্গে লেখক শাহ মতিন টিপু

Print Friendly, PDF & Email

Related Posts