বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আজ পয়লা মার্চ, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মজয়ন্তী। ১৯২৯ খ্রিষ্টাব্দের এই দিনে শাখা বরাক নদীতটে মুকিমপুর চৌধুরীপরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর জন্মদিন উপলক্ষ্যে একুশে বইমেলায় আগামী প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশক ওসমান গনি নিয়ে এসেছেন ‘মুক্তিসংগ্রাম সমগ্র’ ও ‘ইসলামি রচনাসমগ্র’ (৫৫২ পৃষ্ঠার ইসলামধর্ম ও দর্শন সংকলন); আর আদিত্য প্রকাশের পক্ষ থেকে প্রকাশক আফজাল হোসেন এনেছেন ‘আরব জাতির ইতিহাস’, ‘অনিকেত’ (উপন্যাস) ও ‘রবীন্দ্রনাথ : চির-নূতনের দিল ডাক’। ৮৬০ পৃষ্ঠার ‘মুক্তিসংগ্রাম সমগ্র’-এ ১৯৪৭-১৯৭১বাংলাদেশের ইতিহাস বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে।
একটি অনাবাসী উপন্যাস ‘অনিকেতন’-এ বাঙালির সুখ-দুঃখ, আবেগ-ভালোবাসা, আশা-আকাঙ্ক্ষা-সহ বিভিন্ন অনুভূতি তিনি স্পর্শ করেছেন। বাঙালির বিস্ময়কর এই প্রতিভার সৃষ্টি বহুমাত্রিক। উপন্যাস, গল্প, প্রবন্ধ, ইতিহাস, দর্শন, ভ্রমণকাহিনি প্রভৃতি শাখায় তাঁর বিচরণ অতুলনীয়। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান উল্লেখযোগ্য।
জীবনের যেকোনো সমস্যাসংকট, আনন্দবেদনা, আশানিরাশায় রউফসাহিত্যসম্ভার বাঙালির চেতনাকে আন্দোলিত করে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস সঞ্চয় করে। তিনি বাঙালির মুক্তিযুদ্ধ, চিন্তাচেতনা ও মননের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর চিন্তা, বোধ ও অনুভূতিতে তিনি হৃদয়ের মানুষ হয়ে ওঠেন।
সূত্র : রেজাউর রহমান রিজভী