কেউ মনে রাখে না

শফিউল আলম
চাকুরির অবসরে
       জীবনের অবসানে
              কেউ মনে রাখে না।
ভালবাসা ফুরালে
     মনের ঠাঁই হারালে
              কেউ মনে রাখে না।
দাপুটের দাপাদাপি
         স্বজনের লাফালাফি
              কেউ মনে রাখে না।
রবিটা ডুবে গেলে
       গোধূলিটা মিলালে
             কেউ মনে রাখে না।
সুসময় শেষ হলে
        দুঃসময় নেমে এলে
              কেউ মনে রাখে না।
লেখক: নিউইয়র্কে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’
Print Friendly, PDF & Email

Related Posts